Friday, 29 January 2016

অন্তর্লিখন - -

এক অনি:শেষ তিয়াসা নিয়ে বুকে -
যখন ভেঙ্গে যায় মধ্যরাতের
গভীর ঘুম ! তখন আমি
খোলা জানালার
পারে খুঁজি
টুকরো টুকরো ভেসে যাওয়া উল্কার
আলো। রাত হটাৎ মনে হয়
খুবই অসহায় খুঁড়িয়ে
খুঁড়িয়ে হাঁটছে,
আর সুদুর
দিগন্ত রেখায় কে যেন দাঁড়িয়ে আছে
ঝাপসা আলোয়, এক মহাকায়
আকৃতি ! কৌতুহল কী
আত্মঘাতী প্রবৃত্তি,
বোঝা খুবই
মুশকিল,
তবুও জীবন ছুঁতে চায় সেই ক্ষিতিজ
পারের ফেকাশে প্রতিভাস ! আর
এই ভাবে আমি বহু রাতের
অন্ধকারে লিখে যাই
অসমাপ্ত
অন্তর্লিখন, রাখতে চাই আলোর বর্ণ -
মালা চির জীবন্ত !

-  শান্তনু সান্যাল

1 comment: