বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬

নিজস্ব সম্পদ - -

আমি এখনো অপরাজিত, যদিও
পড়ে আছি বিধ্বস্ত রূপে
ভাঙা বাঁধের তীরে,
সময়ের হিংস্র
স্রোত কবে
গেছে ভাসিয়ে সমস্ত স্বপ্নের ভূমি,
সঠিক তা মনে নেই, তবুও
খোলা আকাশের নিচে
পুনরায় গড়তে
চাই এক
চিলতে প্রেমের পৃথিবী, যেখানে
জীবন, উন্মুক্ত ধারায় বহে
যায় অভিজ্ঞান - পত্র
বিহীন, যেখানে
তুমি আর
আমি অভিন্ন নিঃশ্বাসে যুক্ত এক
সাধারণ প্রাণী, যাদের বুক
এখনো বিশুদ্ধ, মোহর
বা স্ট্যাম্প বিহীন,
অবিরল লয়ে
তারা গেয়ে
যায় মানবিকতার গান, অবশ্যই
চারদিকে আজ, মানুষ নেই
আর মানুষের জন্য
সংবেদনশীল,
তবুও আমি
স্বপ্ন দেখে যাই, সেটাই আমার এক
মাত্র নিজস্ব সম্পদ যাকে কেউ,
কোনো ভাবেই কেড়ে
নিতে পারে না।
* *
- শান্তনু সান্যাল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন