রবিবার, ২৭ মার্চ, ২০১৬

জাফরানী মুগ্ধতা - -

এটা নয় শেষ প্রান্ত, মরিচারঙ্গী দিগন্তে
এখনো আছে কিছু আলোর ছিঁটে,
সূর্যের ছিল যথারীতি যেন
তাড়াহুড়ো, তাই কিছু
আলোর পরিধান
ফেলে গেছে
সে আকাশের গায়ে। অভিলাষী মন - -
চায় তোমার অপ্রত্যাশিত ছোঁয়া,
এখনো বসন্তের নেশা কাটি
নি অরণ্যে, এখনো
গা ঢাকা দিয়ে
ওই জংলি
নালাটি বহে যায় আপন মনে, মহুয়ার 
বনে, এখনো ভেসে রয় তোমার
চোখের ওই মহাসাগরীয়
রহস্যভরা নীল -
গুঞ্জন, এখনো
পল্লব -
বিহীন বনে যেন লেগে আছে কুমকুম -
রঙ্গী আবেগ।

* *
- শান্তনু সান্যাল

শুক্রবার, ১৮ মার্চ, ২০১৬

খোলা আকাশের নিচে - -

তার চোখের গভীরে যেন আছে এক
অন্ত:শীল জলধার, তাই জীবনের
মরুপথে বহে যায় অদৃশ্য
এক জলভরা সমীরণ,
আর ক্লান্ত দেহে
সে করে
যায় প্রাণের নব সঞ্চার। তার প্রেমের
বৃত্তে লুকিয়ে রয় ক্রুসবিদ্ধ যিশুর
নীরব করুণা, অদৃশ্য ভাবে
সে বাড়িয়ে দিতে চায়
ত্রাণের দুটি হাত,
যেখানে
এসে সমস্ত স্রোত মিলে মিশে হয়ে ওঠে
বিস্তীর্ণ মানবিকতার প্রবাহিনী,
ওই পারদর্শী সলিলে সারা
জগৎ তখন ভেসে
ওঠে ঝলমল !
মানুষ
তখন শুধুই হাড় - মাংসের এক মানুষ
সংজ্ঞাবিহীন সে তখন এক নিরীহ
শিশু, খোলা আকশের নিচে
উলঙ্গ দেহে, দৌড়িয়ে
যেতে চায় সুদুর
মেঘ ভরা
দিগন্তে,
সম্ভবত, সে খুঁজতে চায় ভালবাসার - -
দীর্ঘস্থায়ী কোনো রঙ্গধনু !

* *
- শান্তনু সান্যাল