এটা নয় শেষ প্রান্ত, মরিচারঙ্গী দিগন্তে
এখনো আছে কিছু আলোর ছিঁটে,
সূর্যের ছিল যথারীতি যেন
তাড়াহুড়ো, তাই কিছু
আলোর পরিধান
ফেলে গেছে
সে আকাশের গায়ে। অভিলাষী মন - -
চায় তোমার অপ্রত্যাশিত ছোঁয়া,
এখনো বসন্তের নেশা কাটি
নি অরণ্যে, এখনো
গা ঢাকা দিয়ে
ওই জংলি
নালাটি বহে যায় আপন মনে, মহুয়ার
বনে, এখনো ভেসে রয় তোমার
চোখের ওই মহাসাগরীয়
রহস্যভরা নীল -
গুঞ্জন, এখনো
পল্লব -
বিহীন বনে যেন লেগে আছে কুমকুম -
রঙ্গী আবেগ।
* *
- শান্তনু সান্যাল
এখনো আছে কিছু আলোর ছিঁটে,
সূর্যের ছিল যথারীতি যেন
তাড়াহুড়ো, তাই কিছু
আলোর পরিধান
ফেলে গেছে
সে আকাশের গায়ে। অভিলাষী মন - -
চায় তোমার অপ্রত্যাশিত ছোঁয়া,
এখনো বসন্তের নেশা কাটি
নি অরণ্যে, এখনো
গা ঢাকা দিয়ে
ওই জংলি
নালাটি বহে যায় আপন মনে, মহুয়ার
বনে, এখনো ভেসে রয় তোমার
চোখের ওই মহাসাগরীয়
রহস্যভরা নীল -
গুঞ্জন, এখনো
পল্লব -
বিহীন বনে যেন লেগে আছে কুমকুম -
রঙ্গী আবেগ।
* *
- শান্তনু সান্যাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন