রবিবার, ৭ আগস্ট, ২০১৬

ভেতরের নিঃসঙ্গতা - -

চলো আজ হেঁটে আসি, শিকলমুক্ত পায়ে।
জনাকীর্ণ শহর হতে বহু দূর যেখানে
পাখিরা বাসা বাঁধে, আকাশটা
ভেসে ওঠে ঝিলের গায়ে।
তোমার মুখচোরা
ওই নিঃশব্দ
আবেগ,
যেন মুখরিত হতে চায় পুনরায়ে।চলো
আজ ভুলে যাই সমস্ত মনের দ্বন্দ্ব,
পাওয়া না পাওয়ার যত সব
হিসেব - নিকেশ, যখন
সব কিছুই এখানে
নিমিষের
খেলা !
তখন কি বা হবে সাজিয়ে অভিলাষের
অফুরন্ত  মেলা।যদিও চারদিকে
ভিড়ের জমাট, তবুও তুমি
কিংবা আমি, নিজের
মাঝে আছি নিজে
খুবই একেলা।

* *
- শান্তনু সান্যাল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন