শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

বিলুপ্ত ছায়া - -

চেয়ে ছিলাম নাহক বেঁধে রাখতে তার
উচ্ছৃঙ্খল আবেগ, সে এক অরণ্য
নদী, বহে গেছে নিজের
ইচ্ছেমত, হয় ' ত
আমার বুকের
বাঁধন
ছিল কাঁচা মাটির সেতুবন্ধ, তাই সইতে
পারি নি ভাবনার জলরাশি । সে
এক প্রেম ছিল কি পিঞ্জরাবদ্ধ
রঙ্গীন পাখির ছটফটানি,
বহু বার ভেবেছি
আর ফিরে
পেয়েছি
কিছু বিবর্ণ পালকের সন্ধান । জীবনের -
অঙ্কন এতো সহজ নয়, সকালে
ছিল মিষ্টি রঙে মাখা সিক্ত
পৃষ্ঠতল, যখন ডুবলো
সন্তপ্ত সূর্য ওই পার,
গঙ্গার ধারে
ভেসে
উঠেছে ধোঁয়ার বাদল একরাশ, সান্ধ্য
আরতির মাঝে জীবন তখন খুবই
একা, খুঁজে চলেছে নিজের
হারানো ছায়া ।

* *
- শান্তনু সান্যাল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন