বুধবার, ৩১ মে, ২০১৭

সরে যাওয়ার আগে - -

 সেই চিরন্তন সাপ সিঁড়ির খেলা, নিয়তির
হাতে ছক কাটা, কখনো তুমি ছিলে
পছন্দসই কয়েন গায়ে, কখনো
আমি খুঁজেছি মাটির বুকে
ঠাঁই।জীবনের গ্রাফ
কোনো দিনেই
ওঠে না
সমান ভাবে আকাশমুখী, কিছু না কিছু - -
অপূর্ণতা থেকেই যায় জীবনের সাথে।
তবুও হৃদয়ের তৃষ্ণা যেন অরণ্য
আগুন জ্বলে যায় অন্তহীন
প্রান্তরে, কখনো তুমি
গা ভাসিয়ে
গেছো
ধোঁয়াটে আকাশে, কখনো আমিও গা ঢাকা
দিয়েছি ঠিক পুংহরিণের রূপে। অস্তিত্ব
নিয়ে যত সব জ্বালা, ওই হারানো
প্রাপ্তির মাঝখানে জীবন
গড়ে যায় কত
রকমের
পাশা,
তাই সরে যাওয়ার আগে বারেবারে বুকের - -
ভিতরে একরাশ ধরে রাখা।

* *
- শান্তনু সান্যাল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন