অভ্র গুঁড়োয় মাখা আবার ফিরেছে শরৎ
সকাল, শিউলির সেই চিরন্তন গন্ধে,
কূল ভাঙা নদীর হাহাকার বুকে,
পূজো মণ্ডপের শেষ প্রান্তে
কিছু পথশিশুর মুখ
লিখে গেছে -
একরাশ কবিতা, সবটাই আবছায়া আর
প্রশ্নচিহ্নে ভরা।আমার শুভকামনার
অদৃশ্য তুলসী মালা, যথারীতি
রইলো তোমার কণ্ঠে,
হয়তো কোন
একদিন,
গোলাপের গন্ধে, হটাৎ টের পাবো তোমার
সত্তা। অতীতের পৃষ্ঠে লেখা স্মৃতিগুলো
ক্রমশঃ ঝরে চলেছে পিচের রাস্তায়,
কিছু ক্ষণের মিষ্টি আভাস
ভাসবে বায়ুমণ্ডলে,
পরে জীবনটা
দাঁড়িয়ে
রবে শিউলির গাছের মতন একাকী রাস্তার
ধারে।সকালটা খুবই ডানপিটে ঠিক
দৌড়িয়ে যাবে সন্ধ্যার টানে,
অভ্রগুলো এখন কালচে
লাল, ঠিক তোমার
সেকালের যেন
অগ্নিময়
ঠোঁট,
তুমি চিরদিনের নির্ভীক অগ্নিশিখা, আর - -
আমি যথারীতি এক মুখচোরা, ফিরে
আসা অপ্রকাশিত কবিতা।
* *
- শান্তনু সান্যাল
সকাল, শিউলির সেই চিরন্তন গন্ধে,
কূল ভাঙা নদীর হাহাকার বুকে,
পূজো মণ্ডপের শেষ প্রান্তে
কিছু পথশিশুর মুখ
লিখে গেছে -
একরাশ কবিতা, সবটাই আবছায়া আর
প্রশ্নচিহ্নে ভরা।আমার শুভকামনার
অদৃশ্য তুলসী মালা, যথারীতি
রইলো তোমার কণ্ঠে,
হয়তো কোন
একদিন,
গোলাপের গন্ধে, হটাৎ টের পাবো তোমার
সত্তা। অতীতের পৃষ্ঠে লেখা স্মৃতিগুলো
ক্রমশঃ ঝরে চলেছে পিচের রাস্তায়,
কিছু ক্ষণের মিষ্টি আভাস
ভাসবে বায়ুমণ্ডলে,
পরে জীবনটা
দাঁড়িয়ে
রবে শিউলির গাছের মতন একাকী রাস্তার
ধারে।সকালটা খুবই ডানপিটে ঠিক
দৌড়িয়ে যাবে সন্ধ্যার টানে,
অভ্রগুলো এখন কালচে
লাল, ঠিক তোমার
সেকালের যেন
অগ্নিময়
ঠোঁট,
তুমি চিরদিনের নির্ভীক অগ্নিশিখা, আর - -
আমি যথারীতি এক মুখচোরা, ফিরে
আসা অপ্রকাশিত কবিতা।
* *
- শান্তনু সান্যাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন