সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

যথারীতি - -

কিছুই বদলাই নি, ঘড়ির কাঁটা নিজের 

জায়গায় যথারীতি ধেয়ে চলেছে 

পরস্পরের পিছনে, মধ্য -

রাতের মহা উৎসব 

শেষের দিকে,

নিস্তব্ধতা

ভেঙে

তোমার নিঃশ্বাস ছুঁয়ে চলেছে বুকের মরু

ভূমি, কিছু শিশির কণা চোখের পাতায় 

এঁকে চলেছে জোনাকির আলো,

স্মৃতির শূন্য ঘরে আবার 

জ্বলে উঠতে চায়

চকমকি পাথর,

আবার মন

খুঁজে

বেড়ায় হারানো বৃষ্টির দিন, অতীতের সিন্দুক

খুলতে গিয়ে দেখি, অনেক দিনের পাট 

করা ভাবনার পরিধান ছিঁড়ে গেছে

বহু কোণে, কম্পিত আঙ্গুলের

ডগায় রয়েছে কিছু

ডানার ফিকে

দাগ, আর

পুরাতন

বইর

চেনা গন্ধ - -

- - শান্তনু সান্যাল



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন