আসন্ন প্রলয়ন্কারী চক্রবাতে
তুমি থাকবে মাঝ নদীর বুকে,
নৌকা ডুবির আগে যদি পারো
ঝাপ দিও, সুদূর তীরে পরিত্রাণ
পাবে, মুক্তির শিখা নিভি নি, এখনো
নদীর দুই ধারে আকাশ ভেঙেছে,
অনুতপ্ত মেঘের, বহু খন্ডিত দেউল,
বজ্রপাত থামি নি এখনো, ভাঙা
প্রতিমার অঙ্গে প্রতিশোধের অগ্নি
অবিরাম, সহস্ত্র দহনে জেগে আছে,
তোমার রচিত আগ্নেয় বলয়
প্রথমে তোমায় গ্রাস করবে,
হিংস মানুষের বলিদান চায়
মৌন সমস্ত দেব দেবীর আত্মা,
খুঁজে দেখো পূনর্জীবনের অমৃত,
যদি পেয়ে থাকো বাঁচিয়ে নিও
নিজের হিংস দর্শন --------------
-- শান্তনু সান্যাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন