অশ্রুময় চোখে দিও না অর্ঘ্য
গহন আঁধারে কিছু দীপ ভাসিয়ে
ঘাটের চাতালে একাকী বসে
পথ চেয় না আমার,
শেষ নৌকার যাত্রী ফিরেছে কবে
মন্দিরে এখনো বৃন্দ গান
যেন উঠেছে ঝঞ্ঝা তুমুল কন্ঠে
প্রেমের আহুতি, ভষ্ম দেহ ও প্রাণ
নির্বন্ধ ছিল লুকোনো অনুরাগ
নদীর উতল ধারায় বিসর্জিত হলো
যুগের তৃষিত মান অভিমান
তুমি ছিলে, তুমি আছ, জানি একদিন
উদ্বেলিত মন পাবে অবসান
ফিরে যাও নীড়ে ক্ষনিক আবেশে
দিও না বন্ধু মহা প্রতিদান //
-- শান্তনু সান্যাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন