ওরা আছে দেবতা কিম্বা দানব তারাই জানে
হাড় মাংসর শরীরে মানুষ থাকে এটাই সত্য,
চলন্ত জীবনে শুধুই দুই বেলার ক্ষুধার ছাড়া
অনেক কিছু দরকার, শ্বানসম জীবন বৃথা,
সহস্ত্র শতাব্দীর সভ্যতা ও সংস্কৃতির হ্বাসের পথে
ওরা এখন ও মুখোস নিয়ে কথা কয়,
চন্ডিমন্ডপে কর বদ্ধ প্রণাম করে, আবার
বিধর্মীর সম্মেলনে নিজেকে নাস্তিক বলে,
গাঙ্গেয় স্রোতের মাঝে সহস্ত্র হাত উঠে রয়েছে
তারা শান্তি চায়, অতৃপ্ত আত্মা পরিত্রাণ চায়,
শুধুই দেউলের বুকে অগ্নি, সমস্ত পৃথিবী আক্রান্ত !
তারা দানব কি মানব সময়ের হাতে,
অন্যায় অবিচারের বিরুদ্ধে ঐক্য চাই
যদি বাঁচতে চাও, মানবতা বাঁচাতে চাও,
হিংস মানুষ কিম্বা দানবের অস্তিত্ব
এই ধরা হইতে অভিশাপ মুক্ত কর --
জন অবতার দরকার, এক কৃষ্ণ, এক অর্জুন
না, কোটি কোটি অভিমন্যুর দরকার এই পথে //
-- শান্তনু সান্যাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন