মহাকাল রাত্রি, তমস ঘন চত্বরে
অগ্নি পুরুষের আর্বিভাব -
ধ্বংস দেবালয়ে সহস্ত্র কন্ঠে নির্ভয়
সান্ধ্য পূজার কর আব্হান,
ত্রিশুল, খড়গ, হস্তে মুখে জয়ঘোষ
মহালয়ার নিশীথে অগ্নি ছুঁয়ে -
নিও আজ সপথ, দিও দেহদান,
তুমি কৃষ্ণ, তুমি সব্যসাচী, তোমার-
বীর্যে আছে জাতি অভিমান,
শাক্ত পন্থীর আবার মৃত্যু ভয় -
পুরুষ যদি আছ, আজ দিও প্রমান,
হে ভারত মায়ের গর্বিত সপুত
কুরুক্ষেত্রে আবার করো প্রস্থান,
দুর্যোধন, দুশ্শাসনের কুচক্রের হউক অন্ত
দ্রৌপদীর এলোচুলে আবার যেন
সাজে পদ্ম, শতদল ফুটুক পূর্ণ চন্দ্র
সম, হে ভরতবংশী করো আজ অগ্নিস্নান //
-- শান্তনু সান্যাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন