না হয় কিছু মিথ্যে, সাজিয়ে বলে যেতে
মধু মালতি লতার মাঝে কিছু নকল
পুষ্প ঝুলিয়ে যেতে, জানি যে প্রণয়ের
সুরভি চায় অনুতপ্ত, দগ্ধ, এক হৃদয় -না
হয় শুধু হাসির জালে ভুলিয়ে যেতে,
সজল নয়নে চেয়েছিলেম প্রতিশ্রুতি -
ফিরে আসবে বলে, পৃথিবী তো চাই নি
না হয় ছদ্ম আবরণ জড়িয়ে যেতে,
স্বপ্নময় ছিল যে অজানা জগতের রূপ
প্রেমের কল্পতরু কুসুমিত যেন শাখায়
শাখায়, না হয় নির্মম স্পর্শে সমস্ত
ভাবনার শিশির ঝরিয়ে যেতে,
রামধনু রঙ্গ চাই নি আমি কোনদিন,
না হয় ধুসর আকাশের কিছু ছায়া
জ্বলন্ত বুকে ভরিয়ে যেতে //
-- শান্তনু সান্যাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন