রবিবার, ২ জানুয়ারী, ২০১১

মধ্যেখানি


 মধ্যেখানি 
যত টুক খুশি ছিল ভাগ্যে আমার 
ভাগ করে গেলাম, এই ভাগ ভাগির 
মধ্যেখানি রাখি নি কখনো হিসাব 
এই পলাস্তার ঝরা দেয়ালে,
 ঝুলে রয়েছে তবু কিছু জল রং ছবি 
রং যত ছিল গেছে ঝরে বিন্দু বিন্দু 
জলের ছাপ রয়ে গেছে শুধু 
ছবি গুলো তো আমারই আঁকা 
মায়ার ফ্রেমে জড়ানো তোমার অমূল্য 
হাসি, সেই বাঁকানো হাসির এক কোণে
জীবনের কিছু রহস্য রোমাঞ্চ খেলা করে 
এক ধুর্বে তুমি আছ ধরে স্বপ্ন দড়ি 
অন্য অন্তে আমি টেনে রাখার ভান করি 
আসলে আমি চির পরাজিত 
হয় তো হারিয়ে যাওয়াটাই ভালোবাসি 
ভাঙা আইনা না কী অশুভ, কই কিছুই ত 
হয় নি,চেহেরা আসলে বদলিয়ে গেছে 
আজও তুমি আমায় ভালোবাসো সেই 
এক অনুসন্ধান হারানো প্রাপ্তি  
ওই কোনায় যে ঝুলন্ত দেউল 
সান্ধ্য প্রদীপ নিজস্ব জ্বলে উঠে 
ধুপের গন্ধে ভেসে যায় হাসির গীতাঞ্জলি 
বিস্তারিত সিঁথির মুহানায় 
সূর্য্য ভুলে যায় পথ, হয়ে উঠে চন্দ্র 
জেগে রয়ে হৃদয়ের মাঝে সারা রাত /
 -------
সিড়ি ভেঙ্গে তেতলায় উঠে ছিলাম 
ফিরিয়ে দিতে তোমার দেওয়া কিছু গোপন 
অতীতের ছিন্ন পাতা, দিশাহীন রাত্রি 
মাতাল সাঁঝের ঝিমুনি, ক্লান্ত সকাল
দেহে লিপ্ত প্রবাল শৈবালের ছায়াকৃতি 
উঠেতে গিয়ে দেখি প্রতি সোপানে
ফেলানো ছিল মৃদু স্বপ্ন পালক মর্মাহত 
তুলে নিয়েছি সব কটা তোমার 
অবহেলিত প্রণয় পৃষ্ঠ 
সপথের মিথ্যে আয়ুর দলীল 
ভাঙা শব্দের চাঁপা কান্না 
উড়ন্ত সেতু সম চুম্বন 
ছদ্মময় বিষাক্ত আলিঙ্গন
 আর অনেক কিছু, তবু ও 
চেয়ে ছিল মন জানতে -
তুমি কী সত্যি আমায় ভালবাসতে 
নিঃশব্দ পায়ে উঠে ছিলাম 
সেই তারক প্রজ্বলিত নীলিমার 
মায়াবী জগতে, 
হাসির জুয়ারে দেখি তুমি বিকরাল 
রূপে, উঠে চলেছ চক্রবাতে
অচম্ভিত হৃদয়ে আমি কাঁদতে চেয়ে 
ছিলাম, যেন তুমি নেমে এস !
সেই লৌকিক বা অলৌকিক তোমার 
রূপ দেখে আমি ঘৃণা করি নি 
আমি হাত বাড়িয়ে ছিলাম 
আমি যে তোমায় ভালোবাসি 
নিরুত্তর  তোমার সজল নয়নে 
জীবন দেখতে চেয়েছিলাম 
আজও মন বলে তুমি ফিরে আসবে 
এই কাব্যময় বক্ষে হৃস্বই দীর্ঘই আকারে 
যেখানে আজও শান্ত গভীর 
লুপ্ত বালুময় নদী বহে যায় অবিরাম ---
--- শান্তনু সান্যাল 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন