কিছু মৃগজল কিংবা স্নিগ্ধ সকাল,
তোমার উজাড় করে উন্মুক্ত চাওয়া
উদ্বেলিত করে যায় মনের বন্ধ্যা ভূমি
ওই নয়নের তিলের মায়া
ঘনিয়ে আনে রাত্রি নিবিড়
ভুলে যাই ক্লান্ত দাহিত এই জীবন
যেন কোনো এক অনন্য বসুন্ধরা
অকল্পনীয় মহাদ্বীপ
ভেসে যায় নীল হৃদির লহরে
দূর অনেক দূরে নিয়ে যায় আপন করে
কাছে আলতো করে জড়িয়ে বলে রয়
ওই দেখো চাঁদের আলোয় তোমার
কবিতায় প্রাণ জেগে উঠেছে
শব্দগুলো ডানা মেলে উড়ে যেতে চায়
সমবেদনার গায়ে নিশি অশ্রু ঢেলেছে
ছন্দের গভীরতা, অর্থের গহনতা
নিয়ে নতুন প্রেমের পরিভাষা গড়েছে
আম্মি সম্মোহিত হেঁটে যাই বালুকা বেলায়
ঝিনুকের বক্ষে দেখি তোমার নয়ন খানি
ক্রমানুগত যেন মুক্তায় পরীনিত হয়
চলেছে, আমি নির্বিবাক চেয়ে রই
তোমার অপ্রতিম রশ্মি প্রবাহিত সে রূপ
সন্ধি ক্ষনে উত্সর্গ করি দেহ প্রাণ
পরিপূর্ণ ভাবে অমরত্ব প্রাপ্তির সন্ধানে /
-- শান্তনু সান্যাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন