তবু মাঝে মধ্যে
রূপবাণী, মালঞ্চ ভেসে উঠে
সহজে মিছিলের ভিড়ে
পাঁচ মাথার মোড়ে যেন তুমি
আজ ও রয়েছে পথ চেয়ে
ওই সরু ভুরুর মিলন বিন্দুতে
ছিল মরুন পূর্ণিমা চাঁদ
শ্লোগান লিখতে গিয়ে তুমি বাধা
দিয়ে ছিলে, কবি নিষ্ঠুর হয় না
এই ভাবে ক্রুর শব্দে তোমার
কচি আঙ্গুল টি ডুবি ও না
সে দিন আমি বুঝি নি তোমার ভীরু
মনোভাব, লিখে গেছি
রক্তে ভেজা ক্রান্তির কাব্য খানি
আজ পড়ন্ত বেলায় ভাবি
তুমি ঠিক ই বলে ছিলে
উধ্বস্ত জীবনে আমি রয়ে গেছি
একাকী
দেয়ালের ওই কাঁচা হাতের লেখা গুলো
কবে যে মিটে গেছে কেউ তা জানে না
যারা দিয়ে ছিল কলম কিংবা ব্রাশ হাতে
তারাই হয় ত মিটিয়ে গেছে স্বপ্ন
ওই পুরনো ক্যানভাস বুকে জড়িয়ে
ঘুরেছি সারাটা জীবন
এই দশ বাই দশের ঘরে আর তো কেউ
আসে না, আমি রয়ে গেছি
অতীতের পৃষ্ঠে
শুধুই এক অর্ধ নিঃশ্বাস হয়ে /
---- শান্তনু সান্যাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন