প্রলম্বিত অপেক্ষা
অনেক বেলায় করে যায় বিস্মিত
বাক্য হীন,ঠোঁট, নেত্র, যেন
মরুভূমির নিস্তব্ধতা
ময়ুর পালকে মোড়া সাঁঝে
গোলাপী মেঘের সিঁড়ি ভেঙে
তোমার নেমে আসা,
ওই এক ফালি চাঁদের পাসাপাসি
বহে যায় সুরুভিত আবেগের
বাতাস মন্থর বেগে,
মন যেন হেঁটে যায় মহাসাগরীয়
উচ্চ তরঙ্গে, সজল অনুভূতি
এমন মুহুর্তে মন যায় হারিয়ে
ভাবনার ধবল রেখাঙ্কিত আকাশে,
উড়ে চলেছে যুগল রাজ হংস
অনন্ত আত্মার দেশে,
এই ঝাঁকালো সন্ধ্যায় বসে আছে মন
অসমাপ্ত অপেক্ষায়,
নিষ্পলক নেত্রে চেয়ে থাকি রাতের
ঘনিয়ে আসার সে নিরব দৃশ্য,
কে যেন পার্শ্বে নিঃশব্দ পায়ে দাড়ায়ে
রেখে গেছে নেত্র পল্লবে
কম্পিত আঙ্গুলের সেই ভীরু স্পর্শ !
নিশিগন্ধা ব্যাকুল ভাবে চেয়ে
থাকে মায়াবিনী রাতের
বন্য ক্রীড়া, নেমে চলেছে নিশাচর
বিলুপ্ত জল কুম্ভের সন্ধানে,
ওই ঝিলের গায়ে নাকি আজ রাতে
প্রণয়ের শেষ খেলা.
- শান্তনু সান্যাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন