ওই তীরের পাষাণে কিছু ক্ষণ থামতেই
পারতে শালীনতার বশিভুতে,
তরঙ্গের ভাঙনে, জীবনের প্রতীকচিহ্ন
এখনো আছে বাকি এই মুহূর্তে
সূর্য গেছে সাগর পার ভিন্ন দেশে,
সাঁঝের অস্পষ্ট আলোয় নিঃশ্বাস
বলে যায় অনুক্ত মনের বহু অনুভূতি
অকথিত মনোভাব, কেমন করে বোঝাই
হৃদয়ের অথৈ গভীরতার ব্যথা,
কম্পিত অধর, নিঃশব্দ যেন ঝরে যায়
শুকনো পল্লব, যদিও বাতাস বিহীন সন্ধ্যা
কোমল শাখা হতে ঝরে কি শিশির বিন্দু
চোখের পাতায় কিসের যেন আদ্রতা,
শঙ্খবেলায় কি ঝরে আকাশের অশ্রু কণা
এই সাগরের নীলিমায় যায় মন হারিয়ে,
মনে বৃহৎ তৃষা, সামনেই সিন্ধু কিন্তু এক
ফোটার জন্য ব্যাকুল হয় বিস্তৃত মরুস্থল,
আকাশের দিকে চেয়ে কি বা আর
হবে, যখন মেঘ গেছে পথ হারায়ে, উড়ে যায়
ধু ধু শুধুই বালুর তুফান -
- শান্তনু সান্যাল
পারতে শালীনতার বশিভুতে,
তরঙ্গের ভাঙনে, জীবনের প্রতীকচিহ্ন
এখনো আছে বাকি এই মুহূর্তে
সূর্য গেছে সাগর পার ভিন্ন দেশে,
সাঁঝের অস্পষ্ট আলোয় নিঃশ্বাস
বলে যায় অনুক্ত মনের বহু অনুভূতি
অকথিত মনোভাব, কেমন করে বোঝাই
হৃদয়ের অথৈ গভীরতার ব্যথা,
কম্পিত অধর, নিঃশব্দ যেন ঝরে যায়
শুকনো পল্লব, যদিও বাতাস বিহীন সন্ধ্যা
কোমল শাখা হতে ঝরে কি শিশির বিন্দু
চোখের পাতায় কিসের যেন আদ্রতা,
শঙ্খবেলায় কি ঝরে আকাশের অশ্রু কণা
এই সাগরের নীলিমায় যায় মন হারিয়ে,
মনে বৃহৎ তৃষা, সামনেই সিন্ধু কিন্তু এক
ফোটার জন্য ব্যাকুল হয় বিস্তৃত মরুস্থল,
আকাশের দিকে চেয়ে কি বা আর
হবে, যখন মেঘ গেছে পথ হারায়ে, উড়ে যায়
ধু ধু শুধুই বালুর তুফান -
- শান্তনু সান্যাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন