শনিবার, ১১ জুন, ২০১১


অস্থির কোমল ভাবনা 


পরিত্যাগ করা কি এতই সরল 
শব্দ বিহীন জীবনের বহু মধুর 
অংশ, মনের মিহি তন্তুর মাঝে 
রয়েছে জড়িয়ে জল বিন্দুর রূপে, 
বৃষ্টি ছিল কি অগ্নি বন্যা বলা -
সহজ নয়, কিন্তু গেছে ভিজিয়ে 
অভ্যন্তরীণ মনের সুকনো ভূমি, 
কি যেন আছে এখনো তার দুই 
নয়নের কুলে, ডুবতে চাহে -
সাঁঝের কাজল,ভাসতে চায় 
চাঁদের প্রতিবিম্ব, ঝরতে আকুল 
অগণিত আকাশ কুসুমের দীপ্তি,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন