কল্প নদীর তীরে
অট্টহাস সহসা ভাঙলো
নিরবতার বুকে
হাত মিলানোর অর্থ
ছিল না মনের মিলন বন্ধু
আবেগের সৃজন অনন্ত অনাদি
বড়ই মুশকিল নিশ্চিত পথে
পাড়ি দেওয়া, পাথর প্রতিমা ও
শুন্যের মাঝে অন্তর কিছুই ত
ছিল না, পৌঁছতে সারা
জীবন গেল বৃথা,
ওই সুদূরে সূর্যের যাত্রা যাই নি
থেমে, সেই মিলন বিন্দুই
আবার ভেসে উঠেছে
সকালের রঙ্গীন আকাশ, পাখির
কলরব, তোমার ভালবাসা
অতৃপ্ত হৃদয়, অধিকাধিক পাওয়ার
মরিচিকা, অনেক কিছু
এই সরল রেখায় পেঁচ দিয়ে
তমস ঘন রাত্রি করে গেছে শুধুই
দিগ্ভ্রমিত, কিংবা কোন
অরণ্য লতা জড়িয়ে পায়ে
আটকিয়ে রেখেছে অগ্রগামী
মনের সিক্ত ভাবনা,
এই অদৃশ্য প্রাচীর যদি ভাঙতে
পারো তুমি, প্রতিশ্রুতি
রইলো পূর্ণ সমর্পণের,অনন্ত প্রেমের
পথ চেয়ে থাকা যুগ যুগান্তর ধরে,
সেই কল্প নদীর ঘাটে, ঝুলন্ত
বটবৃক্ষের শিকড়ের
নীচে, থেমে রবে হৃদয়ের নৌকা,
তোমার অপেক্ষায় বন্ধু !
-- শান্তনু সান্যাল
নিরবতার বুকে
হাত মিলানোর অর্থ
ছিল না মনের মিলন বন্ধু
আবেগের সৃজন অনন্ত অনাদি
বড়ই মুশকিল নিশ্চিত পথে
পাড়ি দেওয়া, পাথর প্রতিমা ও
শুন্যের মাঝে অন্তর কিছুই ত
ছিল না, পৌঁছতে সারা
জীবন গেল বৃথা,
ওই সুদূরে সূর্যের যাত্রা যাই নি
থেমে, সেই মিলন বিন্দুই
আবার ভেসে উঠেছে
সকালের রঙ্গীন আকাশ, পাখির
কলরব, তোমার ভালবাসা
অতৃপ্ত হৃদয়, অধিকাধিক পাওয়ার
মরিচিকা, অনেক কিছু
এই সরল রেখায় পেঁচ দিয়ে
তমস ঘন রাত্রি করে গেছে শুধুই
দিগ্ভ্রমিত, কিংবা কোন
অরণ্য লতা জড়িয়ে পায়ে
আটকিয়ে রেখেছে অগ্রগামী
মনের সিক্ত ভাবনা,
এই অদৃশ্য প্রাচীর যদি ভাঙতে
পারো তুমি, প্রতিশ্রুতি
রইলো পূর্ণ সমর্পণের,অনন্ত প্রেমের
স্বীকৃতি, জন্ম জন্মান্তরের
সন্ধি, মৃত্যুর বাহিরে পথ চেয়ে থাকা যুগ যুগান্তর ধরে,
সেই কল্প নদীর ঘাটে, ঝুলন্ত
বটবৃক্ষের শিকড়ের
নীচে, থেমে রবে হৃদয়ের নৌকা,
তোমার অপেক্ষায় বন্ধু !
-- শান্তনু সান্যাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন