আবছা কাচ
জীবনের ওই পার্শ্বে আজ ও রয়েছে
ঝুলানো কিছু লাউর খোল
স্বপ্ন গুলো শুকনো ডগা , এখনো
এলোমেলো ভাবে ছড়িয়ে
আছে টালির ছাতে কে যেন হাঁক
দিয়ে যায় আকাশে মেঘের চঞ্চলতা
বেড়েছে হয় ত কিছু স্বপ্ন
মরে নি এখনো, উঠোনে
খুবই যত্নে ছড়ানো শুকনো
মহুয়ার ফুল , বুড়ো বেগুন ,কচি আমের
মিহি টুকরো ,মেথির শাক, সাবুর পাপড়
এই উষ্ণ স্বপ্ন বাঁচিয়ে রাখে
ক এক দিনের ক্ষুধা , ছাই দিয়ে
ঘসে চলেছে জীবন অবিরাম ,
ভালবাসার কাচ, দেহের তৃপ্তি
কিছু ক্ষণের আলো, নিভাতে হয় না
নিজে নিজেই নিভে যায়,
থেমে রয় কঙ্কাল ময়ী রাত্রি,
সকালের কালো আকাশ, দিয়ে গেছে
সাওনের চিঠি, কাকে দিয়ে যে
পড়াই, বাঁশবনে নতুন চারা উঁকি
দিয়ে চলেছে,হয় ত এই বারে ফুটবে
অনেক ব্যাঙের ছাতু , বন কচু
উঠবে চিরুতা পাতার বাহার,
সুদুর কোন হাটে বাজে মাদল !
কারা কি সুরে গাইছে গান, মন বুঝতে
পারিনি আজ ও সেই ভাষা, চিনতে পারি নি
মুখোশ কি চেহারা,ওরা বলে যায়
অনেক কিছু, মন শুনে সব কিছু
আবার ফিরে আসে এই জঙ্গলে আনমনা
খুঁজতে বেরিয়ে পড়ে সাত সকালে
জীবনের হারানো খোল, জাদুর বাঁসি
বেঁচে থাকার মর্ম কি অর্থ
বিহান সাঁঝের অন্তর
হাড় মাংসের মূল্য, জানি না কখন
আবার হাটে যাওয়া হবে ,
কিনতে ইচ্ছে করে কিছু দামী স্বপ্ন
লজ্জা, জীবনের বাকি দিন
কাছে তো আজ কিছুই নেই, থাক গে
ভেবে কি বা হবে, বাজুক মাদল
নাচুক তারা বিজয়ী যারা ---
-- শান্তনু সান্যাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন