বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১১

ভুমিকম্পিত আচরণে সহজে
ভাঙা যায় মনোহারী কৃতি
গড়াটা বড় মুশকিল, দীর্ঘ
উপাসনার পরে, ঝরে পাষাণের
অশ্রু, ক্রমান্বিত মনোভাব
কালান্তরে সজীবতার মন্ত্র
দিয়ে, প্রতিমায়ে আনে জীবন,
এখানেই শ্রদ্ধা, ভক্তির উত্পত্তি,
পাথর হয় উঠে দেবতা
প্রেমের ছোঁয়ায় পোষ মানে এক
দিন হিংস ভাবনার মরু, 

-- শান্তনু সান্যাল 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন