শনিবার, ২৩ জুলাই, ২০১১


জীবনের উত্স 
অভিশপ্ত গুহার মুখে লেখা ছিল প্রবেশ -
নিষিদ্ধ, ছেঁড়া মাকড়সার জালে দেখেছি 
ঝুলন্ত জীবন, জানি না কোথায় হতে 
দুঃসাহস,বুকের পাঁজরে ভরে গেছে বেঁচে 
থাকার মহামন্ত্র, এগিয়ে চলেছি সহজে -
আঁধার পেরিয়ে গোপন গহ্বরের ভিতরে !
আজন্ম হৃদয়একগুঁয়ে শুনে না কোনো 
তর্ক বিতর্ক,মানে না কোনো ভাবিকথন,
তারা বলেছে এই পথে নাকি শুধুই বিষ - 
বৃক্ষ,পরাশ্রয়ী বন্য লতা, ভুজঙ্গের দংশ !
কাহিনী ও বাস্তবিক চরিত্রে মাঝে ছিল 
বৃহৎ গভীর খাদ, আমি খুঁজতে চেয়েছি 
সত্যের রশ্মি পুঞ্জ, জানি না কোথায় আছে 
তোমার সুজন সমাধিস্থ কি জাগ্রত, যদি 
পাই দেখা, জিজ্ঞাসার অর্ঘ্য দেবো পায়ে,
জানতে চাইব মানব রক্তের ধর্ম, জাতি !
যদি অতৃপ্ত রয়ে যায় আত্ম পিপাসা,সরিয়ে 
ফিরব সমস্ত দর্শনের জাল, লিখে আসব 
গুহার মুখে এখানেই জীবনের উত্স !
-- শান্তনু সান্যাল 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন