সোমবার, ২৫ জুলাই, ২০১১


গুপ্ত স্রোত

জানি ভালই ভাবে, আমার সীমা -
গণ্ডির প্রজ্বলক পাথর অচেনা নয়,
খালি পায়ে হেঁটেছি বহু বার, ওই
ছাই ভরা অরণ্যে যদি খুঁজো কোন
দিন এখনো আছে জ্বলন্ত পদ চিহ্ন,
হয় ত তুমি বুঝতে পারো নি কিংবা
বোঝার চেষ্টা কর নি, তাই চেয়ে -
আছো অমন অপলক এক দৃষ্ট চোখে,
বোধ হয় তোমার অথাহ প্রেম -
শুধুই কল্পনার তরঙ্গে ভেসে উঠতে
চায়, খেলে যাও তুমি লহরে সেই
শৈশবের খেলা,আপন মনে ভিজে -
উঠ,কভু ফেলে যাও জল স্বপ্নের দেহে,
এক মুঠো জোছনার বিনিময়ে আমি
দিতে চেয়েছি তোমায় সারাটা জীবন,
কিন্তু কোথায় যেন কার্পণ্য বাধা -
দিতে চায়, চোখের পাতায় ঢেকে
রাখো তুমি রজতনিভ গুপ্ত ভালবাসা !

-- শান্তনু সান্যাল 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন