সোমবার, ১ আগস্ট, ২০১১


অন্তরঙ্গ ভুবন  
ওই শুন্য বলয়ে কিছুই ছিল না
তুমি যে বললে স্বপ্ন জেগে উঠে,
সারি সারি শতদল না কি ফুটে 
সেখানে ঝরে সুধাময় জোছনা !
ঝিলের বুকে লিখে যায় সমীরণ 
দিব্য প্রেমের কবিতা,প্রবুদ্ধ হয় 
যায় জীবনের তমস ঘন রাত্রি !
অবসাদ নিয়ে মনে ফিরে এলাম 
দেখি নি, কোনো অলৌকিক ছবি, 
চতুর্দিকে শুধুই আচ্ছন্ন নিরবতা,
আহত মনে ফিরে আসার পথে -
খুঁজেছি শিশুর মুখের হাসি,ধানের
ক্ষেতে কৃষাণীর সৌম্য চেহারা,
ডিঙ্গার গায়ে লহরের প্রতিবিম্ব -
উড়ন্ত গাঙ চিলের আবর্তনে পূর্ণ 
আকাশের গুটিয়ে যাওয়া, নদীর 
তরঙ্গায়িত বুকে তোমার প্রণয়ের 
পালতোলা নৌকা, মাঝি বিহীন 
বহে চলেছে উজানের পথে, বিস্মিত 
নয়নে চেয়ে রই ক্লান্ত সাঁঝের নিস্তেজ 
ভালবাসা, ক্রমশঃ সূর্য্য যেন হয় 
উঠে পঞ্চ ধাতুর কলসি, ডুব দিয়ে 
ভরে আনি জীবনের অজ্ঞাতপূর্ব জল 
রাশি,কিছু ক্ষণ আগেই মায়াবী রাত 
পা ফেলেছে ঘাটের সোপানে, আমি -
ও ফিরে চলেছি অন্তরঙ্গ ভুবনে !
--- শান্তনু সান্যাল  
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন