রবিবার, ৩১ জুলাই, ২০১১


কাচা মাটির গন্ধ 
অপূরিত স্বপ্ন আমার অভিশাপিত ছিল না
ভেজা মাটির খেলা খেলেছি আমি, তাই 
ত কাদায় মাখা এই মুখ চিনতে পারো নি,
পুঁতে গেছি প্রণয়ের চারা, অঝর শ্রাবণে,
কচি ধানের গন্ধে ভাসে তোমার প্রেম কি 
অনুরাগের পরাগ কণিকা, ধরতে চায় 
মন উড়ন্ত ভালবাসা, জীবনের ত্রাসদী 
গেছে ঢেকে, সুস্থ হয় উঠেছে হয় ত -
 মাটির লেপে, ছুঁতে চেয়ে ছিলাম নদীর 
মধ্যস্থ ধারা, ঘুর্ণাবর্তের নৌকা ডুবে নি 
উড়ে গেছে ইশান কোণের আসন্ন ঝঞ্ঝা!
সিক্ত অনুরণন ভরে গেছে জীবনের -
শুন্যতা, সূর্যের রথ থেমে ছিল কিছু 
ক্ষণ অস্তাচলের পথে,সাঁঝের আকাশে 
ছিল অনেক অনাবিষ্কৃত রং, মনের -
তুলিকা ডুবতে চায় শুধুই ভালবাসার 
রঙ্গে,নিশি পুষ্পের আলোড়ন ভরে যায় 
হৃদয়ে অসমাপ্ত কবিতার মর্ম,ছুঁয়ে চলেছে 
জীবন, দেহের স্নিগ্ধ, কাচা  মাটির গন্ধ !
-- শান্তনু সান্যাল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন