কাচের নিয়তি
মনে আছে কি না, জানি না, সেই শৈশব কালে,
সরিয়ে হাত, আমায় বলে ছিলে কাচের, ভাঙবে !
যত্নে সাজানো সেই কাচের আলমারি তে ছিল -
স্বপ্ন কি জিজ্ঞাসা, খুঁজে দেখো, সেখানেই থাকবে,
লিখে ছিলাম দেয়ালের জগতে অনেক কবিতা,
রং ঝরার আগে, হয় ত এক দিন সে ভালবাসবে,
ছুঁই নি, ঘন সবুজ কচু পাতা, দেখেছি দূর হতে
বিস্ময় চোখে জল বিন্দু ,হয় ত কিছু ক্ষণ থাকবে,
তীব্রগামি রেলের কম্পন, সেতুর বুকে লিখেছে -
কোন লয়ে জীবনের গান, সে কি আবার আসবে ?
জোয়ার ঠেলে গেছে, নানান কাঠামো, নদীর তীরে
উত্সব,মৃত্যু,সাজের গহনা, ফিরে অপার ভাসবে,
কে যায় সুদূরে, নিস্তব্ধ সাঁঝের, আঁধার গায়ে ঢেকে -
চাঁদের বিথী পথ চেয়ে আছে, সে কি স্মরণ রাখবে,
কাচের নিয়তি ভেঙে যাওয়া, এক দিন সে ভাঙবে !
-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
মনে আছে কি না, জানি না, সেই শৈশব কালে,
সরিয়ে হাত, আমায় বলে ছিলে কাচের, ভাঙবে !
যত্নে সাজানো সেই কাচের আলমারি তে ছিল -
স্বপ্ন কি জিজ্ঞাসা, খুঁজে দেখো, সেখানেই থাকবে,
লিখে ছিলাম দেয়ালের জগতে অনেক কবিতা,
রং ঝরার আগে, হয় ত এক দিন সে ভালবাসবে,
ছুঁই নি, ঘন সবুজ কচু পাতা, দেখেছি দূর হতে
বিস্ময় চোখে জল বিন্দু ,হয় ত কিছু ক্ষণ থাকবে,
তীব্রগামি রেলের কম্পন, সেতুর বুকে লিখেছে -
কোন লয়ে জীবনের গান, সে কি আবার আসবে ?
জোয়ার ঠেলে গেছে, নানান কাঠামো, নদীর তীরে
উত্সব,মৃত্যু,সাজের গহনা, ফিরে অপার ভাসবে,
কে যায় সুদূরে, নিস্তব্ধ সাঁঝের, আঁধার গায়ে ঢেকে -
চাঁদের বিথী পথ চেয়ে আছে, সে কি স্মরণ রাখবে,
কাচের নিয়তি ভেঙে যাওয়া, এক দিন সে ভাঙবে !
-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন