শুক্রবার, ১২ আগস্ট, ২০১১

এখনো তুমি আছো
শুন্য উপাসনার বেদি, অর্ঘ্যের ফুল উদাস
চেয়ে রইলো সারা রাত এক মুঠো আকাশ,
বিলুপ্তির পথে নক্ষত্র, নিষ্প্রভ পূর্ণ রজনীশ,
ঝিলের শান্ত লহর, জীবনের দীর্ঘ নিঃশ্বাস,
কোথায় যেন ঝরে এখনো ভালবাসার গন্ধ
কাটতে চায় না মায়ার বৃহৎ সে মোহপাশ,
ফিরে আসি প্রায়ই আমি বন্দ কপাট হইতে,
হয় ত সে পায় না সাক্ষাত্কারের অবকাশ,
তার পরিহারের অর্থ,অন্তর্মন ঝাকিয়ে তুলে
অতল গভীরে যেন খুঁজি তারে বারোমাস !
ধরা দিতে চায় না উজ্জ্বল পালকের সে পাখি,
হারিয়ে যায় অকস্মাত, জীবনের উচ্ছ্বাস !
ভরতে চেয়েছি বুকে জোছনার কিছু কণা -
খাপছাড়া স্বপ্ন, বন্য পথ,সুদূরে ওই মহাকাশ,
সীমাহীন,অশেষ, দুর্জ্ঞেয় মায়াবী এই রাত্রি 
এখনো তিমিরে ভাসে, মধুর ভোরের আভাস,
এখনো তুমি আছো যেন জীবনের আসে পাসে,
ছুঁয়ে চলেছে মন শিশির,পুষ্প, মুগ্ধ - অনায়াস,
-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন