বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১১


জলের প্রতিবিম্ব 

জীবন ও মৃত্যু মাঝে, ছিল বৃহত অনুক্রম 

আবছা কিছু রেখায়, জীবনের

কড়চা লেখা কি এতই

সহজ,

ততচ, নিয়তির সেই পানপত্র গ্রহণ করেছি,  

আমি, পারদর্শী তরল - বিষ কি 

প্রতিষেদক, গোপনীয় 

পরিচয় ছিল তার 

হৃদয়ে,

জীবন খুলেছে সে দিন নবজাতক আঁখি, যে

দিন তুমি ভালোবাসলে, চৈতন্যতা 

জানতে চেয়েছে উপগ্রহের

 রহস্য, ওই স্পর্শে ছিল 

পুনর্জন্ম বিন্দু, জীবনের তাত্পর্য, সান্দ্র -

নিম্নরেখাঙ্কিত যেন ডহর কবিতা,

পদ্ম পত্রকে যেন জলের ঢেউ 

খেলানো প্রতিবিম্ব, 

-- শান্তনু সান্যাল 
 http://sanyalsplanet.blogspot.com/
painting by Shere Chamness

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন