সোমবার, ১৪ নভেম্বর, ২০১১


নাগমণি 

মুখোমুখি আজ আবার  আরশির জগতে,
বাহ্য শল্ক ঝরে গেছে শীত নিদ্রার 
পরে, সে চেয়েছে দেখতে 
মুখোশবিহীন 
চেহারা,
তাই সান্দ্র অন্ধকারে রেখে এসেছি ভদ্রতা,
আসল ও নকলের পরীক্ষা শিলা, 
তার সুবর্ণ দেহে গন্ধ আছে 
কি দুর্গন্ধ, এই মুহুর্তে 
অর্থহীন, আমি 
যে কত 
খাঁটি সোনা, পদ্ম হবার সাধ কি সবার সাধ্য, 
অগ্নি পরীক্ষার ভয়ে মন এখন 
ভবঘুরে, এড়িয়ে যেতে 
চায় সম্ভাব্য জালের 
ফাঁস, খুঁজে 
বেড়ায়
চোরা গলি, তার তদন্তের ফর্দ দীর্ঘ্য যামিনী,
কৈফিয়ত উড়ন্ত নবমালিকার 
গন্ধ, আমি হতে চাই 
এখন চোখের 
জ্বালা, 
মিথ্যা কাঁদন, তার অনুগ্রহের বিশেষ পাত্র,
দুষিত জলকুম্ভ, যদিও আমি 
বিষ পুরুষ, সে জানে 
আমার বাস্তবিকতা 
ভালই ভাবে !
তবু ও 
সে এগিয়ে চলেছে ধরতে অমূল্য যেন নাগমণি.

-- শান্তনু  সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
painting by -  Martin Johnson Heade 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন