মহা বন্যার পথে
*
অতৃপ্ত তার পিপাসা জেগে উঠে আঁধারে বহুবার, গিলতে চায় জীবনের
সমস্ত আর্দ্রতা, অস্তিত্ব
তখন শুধুই এক
রিক্ত পাত্র,
গোচরে তখন ভেসে যায় অগ্নি লহর,
রঙ্গীন মেঘের দল যেন তরল
ধাতুর ধারা, এঁকে চলেছে
অভিনব দিগন্ত,
নিশ্বাসের
বুদ্বুদ হয় উঠে যেন কাচের বিম্বিত মণি,
তার ত্রিপার্শ্বের লাবণ্যে, জীবন
ছুঁতে চায় পরিপূর্ণতা,
সহসা সে কেঁপে
উঠে নীল
আলেয়ার রূপে, ধরে রাখে মন ও প্রাণের
অদৃশ্য কৌশিক - যোগসূত্র, নিজের
কমনীয় হাতে, স্বনৈবদ্যের
প্রক্রিয়া, গহন নিশীথে
হয় উঠে স্পৃহা,
অনুরণিত
ভাবে,
হটাত সুপ্ত আকাশগঙ্গা মহা বন্যার পথে !
***
-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
http://sanyalsplanet.blogspot.com/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন