বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১১


উড়ন্ত মধুমাস 

সংবেশিত মূহূর্তে সে ছুঁয়ে গেছে নিস্তব্ধ, 
স্তর প্রতি স্তর, বহিঃস্থ অঙ্গ হতে 
মনের বহু বক্রতা, কিন্তু 
তবু ও যেন ছুঁতে 
পারি নি 
তলদেশের গভীরতা, যদি ও আমি 
খুলে বসে ছিলাম বুকের 
আবরণ, পারদর্শী 
জানালা, সে 
ধরতে 
পারি নি সুগন্ধিত চাঁদের আলো, উড়ে 
গেছে অন্তরঙ্গের জোনাকি, 
ভোরের আলতো 
অন্ধকারে, 
যখন উঁকি দিল প্রথম সূর্যের কিরণ 
জীবনের  ক্লোরোফিল গেছে 
শুকিয়ে, পাতার গায়ে 
সালোকসংশ্লেষণ
অর্থহীন,
ভালবাসা  হয়ে উঠেছে  বাধ্যবাধকতা !
আবেশহীন সাগরে ভাসন্ত হিমশৈল,
তবু ও মন চায় উড়ন্ত মধুমাস 
পল্লব বিহীন শিমুলের 
গায়ে গন্ধহীন 
রক্তিম ফুল.

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন