শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১১


নিখোঁজ আলো 

খালি কাচের শিশির মাঝে রেখে ছিলাম, 
সেই হরিতাভ আলো, শিশুবৎ
ভাবনা, বন্দী করতে চাই 
নি, তাই ঢাকনা দিতে 
ভুলে গেছি, ঘন 
অন্ধকারে 
দেখি সেই ক্ষুদ্র আলো ধীরে ধীরে উপরে 
উঠে ডানা মেলে, উড়ে গেছে কনক
চাঁপার গাছে, তখন রাত্রি, পূর্ণ -
বর্ধিত নিশাচর ঘ্রাণের 
অঙ্কে বিলীন, 
একাকী 
বেরিয়ে এসেছি খুঁজতে সেই নিখোঁজ দীপ্তি, 
চন্দ্রবিহীন আকাশে আকাশগঙ্গার 
জোয়ার ভাটা স্থায়িত্ব দিকে, 
চেয়ে রইলাম বৃক্ষের 
শীর্ষে, হারানো 
আলোর 
পাষাণ যুগীন নৃত্য, কাচের শিশির ভাঙ্গনের 
শব্দ ! খুঁজে পাই নি আজন্ম সেই
উড়ন্ত  জ্যোতির রহস্য,
হয় ত সে ছিল 
অশরীরী
স্বপ্ন. 
-- শান্তনু সান্যাল   
firefly - J Slayton Abstract Impressionism


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন