সোমবার, ২৮ নভেম্বর, ২০১১


দরজার আড়ালের শিশু 

প্রত্যাশার ফর্দ নিয়ে সে দাড়ানো, খোলা 
দরজার মুখে, মৃদু জোছনা পথ খুঁজে
পায় না, উঁকি দিয়ে চলেছে 
ভীরু ভালবাসা, তার 
প্রণয়ের জগত -
খুবই 
কঠিন, হৃদয় এখানে কেবল ছায়াচ্ছন্ন 
বস্তু, স্বপ্নের কোনো পরশ পাথর ! 
তার নথিবদ্ধ তালিকায় 
সেটা অন্তিম ক্রমে, 
দরজার 
আড়ালে লুকানো, যেন ডানপিটে শিশু,
সেই ক্রমবদ্ধ তালিকার প্রথমে 
আছে গহন অন্ধকার, 
তাই ঘরে ঢুকে 
দিয়েছে সে 
কপাট, 
সেই  ধড়াস শব্দে ফিরে গেছে জোছনা, 
ভয়ভীত চোখে ভালবাসা এখন 
অন্ধকারে খুঁজে নিরাপদ 
আশ্রয়, ঘামিয়ে 
উঠেছে 
এতক্ষণ উত্তরীয় বিহীন দেহের ঊর্ধ্বস্থ 
ভাগ, উদ্দীপ্ত আঙ্গুলের মাঝে 
অস্তিত্ব এখন বিক্ষিপ্ত 
প্রাগৈতিহাসিক
মানুষ, 
সে ভুলিয়ে দিয়েছে নিমেষে উধাত্ত শিশু !
খেলে চলেছে সে এখন বুক হতে 
সমস্ত শাখা প্রশাখার ভুবন,
পরিপূর্ণ ভাবে দেহের 
শিকড় এখন 
তার 
নিয়ন্ত্রণে, ভাঙা গড়া  শুধুই তার হাতে,
আমি জিজ্ঞাসু চোখে চেয়ে রয়েছি 
ঝকমকে ভাটার দুরে সরে 
যাওয়া অপরূপ রূপ, 
উড়ন্ত কেশের
মায়া, 
ঝঞ্ঝার ফিরে যাওয়ার পথে বসে রয়েছে 
দেখি আতঙ্কিত ভাবনার শিশু,
একাকী শীতের রাতে যেন 
খুঁজে চলেছে নিজের 
ভিতরে অজানা 
আশ্রয়স্থল, 

-- শান্তনু সান্যাল
source  - vivian c. olsen 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন