রিক্ত রেখাচিত্র
তাই কুড়িয়ে গেলাম কিছু ঝরা
কাগজের ফুল, পাখিদের
রঙ্গীন পালক, ভাঙা
ঝিনুকের খোল,
শল্কের কিছু
আলো,
ঘর বাঁধার হয় ত ছিল এক দিন তীব্র
আগ্রহ, বাঁধতে পারি নি, তাই
বাবুইপাখির পরিত্যক্ত
নীড় দিয়ে সাজিয়েছি
বৈঠক খানার
রিক্ত
দেত্তয়াল, কি হলো যদিও ভাড়াটে ঘর,
স্বপ্নগুলো মরে না কোনো দিন,
বিলুপ্তির ত প্রশ্নই উঠে না,
ওই দুরে, রেল লাইনের
পারে, সবুজ মাঠ
পেরিয়ে, সে
রোজ
ভোরে, আবছা আঁধারে দৌড়িয়ে কার
সঙ্গে যেন মিলতে যায়, তাদের
সম্পর্ক টা বৈধ কি অবৈধ,
জানি না, কিন্তু সে যায়
আপন মনে, গায়ে
ঢেলে বহু তারক
অলংকার,
আমি কৌতুহলে পলকহীন চেয়ে রই তার
ললাটের প্রদীপ্ত টিকা, গ্রীবার ঝলমল
নীহারিকার চন্দ্রহার, সে যেন
সব কিছু গুটিয়ে চলেছে
দিগন্তের দিকে দ্রুত
বেগে, ঝরিয়ে
পথে অনেক
শিউলির মুকুল, শিশির ভিজা স্বপ্নের কণা,
জানি সে কথা রাখি নি, রাখতে পারে
না, ভালবাসে কি না সেও জানি
না, এইটুকু জানি সে আসে
যখন সূর্য্য ঘুমিয়ে পড়ে,
নিরব, শব্দহীন,
ভরে যায়
শুন্য
বুকে, আগামী দিনের জন্য নতুন রেখাচিত্র.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন