শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১১


লক্ষ্যহারা উন্মজ্জন 

ফেলানো ছেঁড়া আরামকেদারা, সামনে অলিন্দের সেই 
পরিচিত ছোট পাখি ! হয় ত টুনটুনিই হবে, 
নিয়মিত ভাবে, রোজ সকালে এসে,
পুরাতন দিনের নতুন খবর
নিয়ে উড়ে যায় নিমেষে, 
জীবনের এই প্রান্তে 
কিছু টুকরো 
সোনালী 
রোদ, অলস ভাবে পড়ে থাকে, ঠিক শ্যাম শ্বেত 
অর্ধেক খোলা অ্যালবামের জর্জর পৃষ্টে, 
খুঁজে মন এক মুঠো রঙ্গীন মেঘের 
গুঁড়ো, ভরে দিতে চায় হৃদয় 
আড়ালে দাঁড়িয়ে, নিঃশব্দ 
তার সজল নয়নের 
কোণে, সে টের
ও পায় নি 
কিংবা 
সময় হয় উঠি নি, কখন, কেমন করে উড়ে গেছে 
অনুরাগের হালকা, মিহি বারিদের তুলো,
গায়ে ছাইরঙ্গী শাল দিয়ে জীবন,
চেয়ে আছে সুদূরে উঠন্ত 
সূর্যের লাঠি নিয়ে 
কুহাশায় ধীরে 
ধীরে 
হেঁটে যাওয়া, খবর কাগজের ওই গুটানো রূপ টা
দেখতে ভালো লাগে, কিন্তু যখন ওই 
অলিন্দের সীমানা পার করে 
ধপাস করে মেঝে পড়ে,
ভীরু পাখিটি আর 
কিছু ক্ষণ উড়ে 
ফিরতে চায় 
না,
জানি না সে এখন হয় ত ব্যস্ত নতুন বাসা গড়তে !
কাগজের পাক খুলতে ভয় পায় মন, প্রতি 
অক্ষরে জীবন যেন দাঁড়িয়ে আছে 
নিয়ে ক্রুসবিদ্ধ শরীর, পৃথিবী 
টা স্থির, মানুষেরা 
ঝাঁকিয়ে তার 
নৈসর্গিক 
আবর্তন কেড়ে নিয়েছে, সে এখন দিশাহারা, 
গড়িয়ে চলেছে অন্তরীক্ষে জানি না 
কোথায়, নিয়তিবিহীন পথে,
একাকী, উধ্বস্ত ---

--- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন