ঝিলের স্থির পৃষ্ঠতলে, ভাসন্ত
স্বপ্ন জেগে আছে বোধ হয়
এখনো নীল সুপ্ত লহরে,
ভবঘুরে, জংলী
নিশুতি
রাত, ঘুরে বলগা বিহীন রহস্যময় বন -
পথে, দেখি তুমি দাঁড়িয়ে আছ
অবিশ্রান্ত, ওই কাঠের
পুলের উপরে, হয়
ত তার নীচে
প্রণয়ের
নদী বহে যায় অপ্রত্যাশিত স্বপ্ন সাগরে !
কল্পনার পরিপার্শ্ব বলে যে তোমার
দুটি নয়নে লুক্কায়িত রয়েছে
অনন্য সম্মোহন, নিঃশব্দ
জোরপূর্বক ডেকে রয় !
যদিও তুমি কোনো
দিন ওই ভাবে
ডেকো নি
যে এক ইশারায় আমি দুনিয়া পরিত্যক্ত
করে যাই, অথচ আত্মা তোমার
দখলে, নিরবতার গভীরতায়
রয়েছে মহা প্রহেলিকা,
আমি দাঁড়ানো
সিঁড়ির খুব
কাছে,
জানি শীর্ষে রয়েছে সর্পের রঙ্গীন ফণা !
সময়ের হাতে রয়েছে এই জীবনের
খেলা, সাপ সিঁড়ি কিংবা
কোনো ভিন্ন নাম,
কি বা তফাত,
সেই প্রেমে
আছে বিষ কি সুধা, শুধুই নিয়তির বুকে
আছে সত্য যেন ঢাকা, এক কুয়াশা
হতে আগমন অন্য কুহেলিতে
যেন ফিরে যাওয়া, এই
জীবন উপত্যকা
চিরকাল যেন
মেঘাচ্ছন্ন,
ভাসা ভাসা, তোমার প্রণয়ের সূর্যে রয়েছে
অল্পকালীন জীবনের আনন্দোত্সব,
নতুন দিনের পরিকল্পনা, কিছু
জলরঙে আঁকা ভালবাসার
অস্পষ্ট কিন্তু সুন্দর
অধর ছোঁয়া
অনুকৃতি,
আলিঙ্গনবদ্ধ দুই দেহের একাত্মতা, পূর্ণতা !
- - শান্তনু সান্যাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন