এখানে শূন্যতা যায় হারিয়ে ভরে উঠে
Artist Graham Gercken.
জীবন, তার চোখের আলোর
নির্ঝরে একরাশ,
এখানে পথ
যায়
উদ্ভাসিত ভাবনার দিকে, ফুটিয়ে - -
অজস্র রঙের স্বপ্নের বীথিকা,
এখানে শুধুই প্রেম
চায় অনাবিল
অনুরাগ,
নিঃস্বার্থ বিনিময়, অবিরাম বিশুদ্ধতা !
এখানে দেহের উপরে আত্মার
দস্তখত প্রতীয়মান,
শাশ্বত চুক্তি,
অপার
উজ্জ্বলতা, সর্ব অভিলাষের উপসংহার.
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
http://sanyalsplanet.blogspot.com/
Artist Graham Gercken.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন