মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১১


আবার ভিজে আসি 
দেখেছি তাকে সঘন বর্ষার রাতে, খুলে 
বসে আছে একাকী মনের বাতায়ন,
হাত বাড়িয়ে ধরতে চায় সে 
তরল, চঞ্চল নীর, নিলীন 
মনে নিমগ্ন ডুবে আছে 
যেন প্রাণ ও 
শরীর !
তার প্রশ্নের  জল তরঙ্গে ভাসে জীবনের 
অস্পৃষ্ট ছায়াময় প্রদেশ, " যদি 
তুমি বৃষ্টি হতে নিশীথ 
রাতে, আমি 
সুরভিত 
সাধ 
মেখে গায়ে ভিজতাম তোমার সাথে "
আমি নির্বাক,নিষ্পলক 
চাহনি নিয়ে তখন 
সম্মোহিত কি 
মন্ত্রমুগ্ধ,
তার 
 দিকে চেয়ে আছি, ঢেউ খেলানো কেশে 
জমে চলেছে ছোট ছোট জল 
কণিকা , আমার উত্তরে 
সে শুধুই হেসে যায়, 
তার আধ ভিজা 
মুখের 
মায়া যেন ঝিলের গায়ে জোনাকিদের 
আলোক বিম্ব ! তার এই শৈশবের 
পুনরাবর্তন ভালো লাগে, 
শুধাই " রাত 
হয়েছে,
ওই ভাবে ভিজলে যে শরীর খারাপ হবে,"
অনিচ্ছায় সে অলিন্দের দরজা দিয়ে 
এখন আয়নার সামনে, চুল 
মুছতে মুছতে বলে - 
জানো, এই 
সজল 
রাতে ঘুম যেন কোন ভিন দেশী, অচেনা 
আজ না ঘুমোলেই হয়, ঘুমিয়ে 
পড়লেই তো সব কিছু 
কাল্পনিক, স্বপ্নের 
আবরণে
 ঢাকা, 
সেই রোজের এক পথ হইতে প্রবেশ আর 
রাত ফুরালেই অন্য পথ থেকে 
হাঁপিয়ে সকালের হাত 
ধরা, এটাই কি 
জীবন !
চল বর্ষায় ভিজে আসি, উন্মুক্ত ভাবে ঠিক 
রজনীগন্ধার বৃন্তের মতন, লুকিয়ে 
প্রণয়ের সিক্ত সুরভি রাশি 
রাশি, চল না আবার 
সেই আর্দ্র, মধুর 
 জোছনায় 
ঘুরে আসি, আবার পরিপূর্ণ ভিজে আসি .
--- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
painting by - Moonlight and Rain by Terry Wylde

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন