সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১১

মেরুপ্রভার আড়ালে


বুনো তুলসীর ছোঁয়া বাতাসে, মেরুপ্রভার
আড়ালে সাঁঝ, সাজে তখন নিজের মনে,
হৃদয়ের দ্বারে তার কম্পিত হাতের
স্পর্শ, জাগিয়ে রাখে আবেগের
মোমবাতি, নিভানো
আসক্তি জ্বলে
উঠে ক্রমশঃ,
হঠাৎ -
ছুঁতে চায় মন তার বাহ্যান্তর জগত ! সেই
লাজুক সঙ্কোচনে, স্বপ্ন গুলো দিয়ে যায়
 বেহায়া উঁকি, প্রণত দুই মৃগনয়নে
ঝরে চলেছে, বিন্দু বিন্দু যুথি
গন্ধ, অন্তরীক্ষে যেন এক
বিরাট অলংকৃত পাত্র
হতে উপচে পড়ছে
রঙ্গীন ফেনপুঞ্জ,
সেই ছায়া
পথের
আলোকে দেখি তোমার মৃন্ময় রূপ ক্রমে
ক্রমে হয় উঠছে সজীব, চৈতন্যময় !
বাড়িয়ে চলেছে বাহুডোর,
নতজানু আমার
অস্তিত্ব তখন
যাচক,
যেন রিক্ত সুধা পাত্র নিয়ে দাড়িয়ে আছে
অকূল, অনিঃশেষ, যুগযুগান্তর
ধরে, চেয়ে আছে একদৃষ্ট
তোমার অপরূপ রূপ !
ওই অবিকল
সমর্পণের
আশায়
জীবন যেন নব অভ্যুথানের পথে প্রতীক্ষারত,

--- শান্তনু সান্যাল




২টি মন্তব্য:

  1. দাদা !
    নমস্কার । আশা করি ভালো আছেন । আজই চোখে পড়লো আপনার এই ব্লগটি । ভালো লাগাটা জানিয়ে গেলাম । আশা করছি ভালো ভালো লেখাগুলো উপহার দিয়ে যাবেন এভাবেই । অনেক ধন্যবাদ ভালো থাকুন এ কামনায় -
    মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
    আল মদিনা , সৌদী আরব

    উত্তরমুছুন