মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১২


পুনরুদয়

কাঁধে নিতে হয় বহু বার বধকাষ্ঠ, জীবনের ধর্মযুদ্ধ 
কোনো দিনেই সরল হয়  না, তার প্রেমের এঁদো 
গলি ছিল পুরাতন যেরুসলামের পাথুরে,
উঁচু নিচু  রাস্তা ঘাট কি উত্তর 
কলিকাতার সরু গলি, 
প্রায়ঃ ভাবে মন !
কিন্তু ওই 
জিওন পাহাড়ের গায়ে মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠে 
ভালবাসার আলেয়া,সে যেন এখনো দাঁড়িয়ে আছে,
চোখে নিয়ে প্রচুর স্বপ্নের রং, অন্ধকার ঘিঞ্জি 
গলির অদৃশ্য ফটকে, খুঁজে চলেছে গোটা
শুন্য ক্যানভাস, আঁকতে চায় 
নিজের বিশ্রী রূপ, কিন্তু 
সুন্দর করে, হোক না 
মিথ্যা, দুরারোগ্য 
বলে কি 
স্বপ্নের স্বাধীন উপগ্রহে, বসতির অধিকার গেছে
হারায়ে, না, তাদের পরিভাষায় গড়া যায় 
না ধ্বংসপ্রাপ্ত জীবন, স্বআস্থা এখনো 
ক্রুস বিদ্ধ হয় নি, মৃত্যু পূর্বে তার 
প্রেম ফিরিয়ে আনতে চায় 
পুনর্জীবন, তাই এই 
মর্মঘাতী রাতে 
তারা 
পুরাপুরি ভাবে জীবনের অন্ত করতে পারি নি - - 

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন