প্রসারিত কম্পিত হাত
আমার অঙ্গীকারে, আবেশের উদাসীনতা
কিংবা ভীরু প্রেমের উপাদান ছিল
কিছু অধিক, তাই সে খেলেছে
প্রবঞ্চনার খেলা, কিন্তু
কোথায় যেন
তার ওই
সীমা রেখা পার করাটা ছিল বিপজ্জনক, ইচ্ছে করে
করুণানিধনের পথে যেন হেঁটে যাওয়া, রক্তের
স্বাদ কালান্তরে তাকে বানিয়ে ফেলেছে
হাঙ্গর, দিবা নিশির সন্ধান কিংবা
মৃগতৃষ্ণা, অতিরিক্ত পাবার
সাধ, মনের প্রান্তর করে
গেছে নির্জন মরু
প্রান্তর !
সুতরাং দেহ ও মনের সমাস বিগ্রহ ঘটেছে বহু বার,
তার স্বপ্নের উপগ্রহে আমার দখল ছিল শুন্য,
বুকে জড়িয়ে থাকার সত্তেও, সে ছিল
মাত্র পরিকীয় ভালবাসা, কিন্তু
পাগল পিপাসার অন্তে দেখি
সে বসে রয়েছে একাকী
রক্ত ক্ষরিত মন ও
প্রাণ নিয়ে,
নিবিড় নিশীথে, দুই কম্পিত হাত বাড়িয়ে চায়
বিঘটিত ভালবাসা - - -
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন