সোমবার, ১৬ জানুয়ারী, ২০১২


দেশান্তর 

এত সহজ ছিল না জীবনের দেশান্তর, *গুরমেটি ও 
*মারা নদীর কুমির ছিল তাদের নিজের 
অদৃশ্য গহ্বরে, সহ পান্থের ছিল হয় 
ত নিজের পূর্বিতা, তাই ঝাঁপ 
দেবার আগেই ছাড়িয়ে 
নিল নিজের কোমল
হাত খানি, ভুল 
বলে এখানে 
কিছুই 
নাই, ভালবাসার ব্যথা নয় শেষ গন্তব্য, অনেক 
আপন গড়া থাকে কাল্পনিক কিংবা 
বাস্তবিক চতুঃসীমা, গণ্ডির
বাইরে পা দেওয়া খুবই 
মুশকিল, তাই ত 
নিয়তির 
হাতে 
সঁপে ভবিষ্যতের পরিণতি, একাকী পাড়ি দেওয়া,
তাদের প্রেমে ছিল কত যে সান্দ্রতা, প্রায়ঃ
মন ভাবে নিয়ে আহত দেহ, ক্লান্ত, 
বাবলা গাছের নীচে, কেউ 
কারোর জন্যে অপেক্ষা 
করে না, যারা ছিল 
একদিন প্রাণের 
বন্ধু, তারাই 
গোধুলির 
ধুলায় গেছে হারিয়ে সাঁঝ পেরিয়ে নতুন সূর্যের 
দেশে, হয় ত এখন তৃণ ভূমিতে মেঘ 
ঝরেছে নিয়ে সহস্ত্র আশার কণ,
রামধনুর রঙ্গে গেছে মিলে 
স্মৃতির তামাটে সবুজ 
ছোয়া রং, ঠিক 
পূজার থাল 
যেন 
বলে ফুল রাখার আগে যদি লেবু দিয়ে ঘসে নিতে, 
হয় ত জীবনের ধুসর প্রান্তে কিছু ক্ষণ 
বিস্মৃত গন্ধ রয়ে যেত পলকা 
ভাবে জড়িয়ে, কিছু চমক 
যদি ফিরে আসে, কিছু 
ভাবনার অর্ঘ্য যায় 
ছড়িয়ে অদৃশ্য 
প্রণয়ের 
পদতলে, অনেক সময় মন অনেক কিছু বলেও,
নিজেই শুনে, চোখের কোণের সেই 
ঝিকিমিকি জল তরঙ্গ, সে  
লুকিয়ে রাখতে চায় 
বুকের রহস্যময় 
সিন্দুকে - - - 

-- শান্তনু সান্যাল 
( *গুরমেটি ও মারা আফ্রিকার নদীর নাম, গ্নু, জেব্রা দের 
দেশান্তরের সময় রাস্তায় পড়ে )
migration- JASON MORGAN 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন