নিবন্ত মোমবাতি
নিলামের সেই চাবুকের শব্দে, জীবনের
ক্লান্ত সন্ধ্যা করে চলেছে নর্তন,
কিছুই ত বদলায় নি
এখানে, কেবল
পরিভাষার
কৌশল,
বন্ধু বান্ধব, আত্মীয়দের ভিড়ে খুঁজে পাই নি -
হারানো সুজন, যে হাত বাড়িয়ে কিনে
নিত নিবন্ত প্রদীপ, দর্শকের ওই
তুমুল কোলাহলের মধ্যে,
কাঙ্গাল প্রেমী শুধুই
করে গেছে
আর্তনাদ,
তার নিরব ক্রন্দন, কালান্তরে বানিয়েছে -
তাকে বিক্ষিপ্ত একজন, সে না কি
আজ ও বসে থাকে অধুনা
সিটি মলের মুখ্য দ্বারে,
চেয়ে রয়
একদৃষ্ট
প্রতি আগন্তুকের চেহারা, রাত ও যেন শিশু
হারানো মা, সারাটা ক্ষণ চেয়ে রয়
শুন্য আকাশে, বুকে নিয়ে এক
রাশ হিমায়িত দুগ্ধ, তখন
উড়ন্ত সেতুর উপরে
স্বপ্ন গুলো যেন
নগরবধূ
দাড়িয়ে রয় গ্রাহকের আশায়, দরদী সকাল
যে খোঁড়া ! চেয়ে ও দৌড় দিতে পারে
না, তাই কাচের পরিধানে
ভালবাসা বরণ করে
নিহন্তা আঁধার,
মৃত্যুর পূর্বে
রাত,
অন্তিম ইচ্ছার পূর্তির আড়ালে দিয়ে যায়
পারদর্শী তরল কি গরল, বুঝতে
বুঝতে গলে যায় সমগ্র
মোমবাতি - - -
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন