অমত্র্য মানসী
জাগরণ ও নিদ্রার মাঝে খুঁজে বিলুপ্ত
স্বপ্নের উপত্যকা, জীবনের
খেয়া বহে বিহানমুখী,
তার স্থির প্রেমে
রয়েছে
সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের আবর্তন, শুন্যে ভাসে তার
আবেগের ঋক্ষ, সহসা বাহুমুক্ত হয়ে
দেখি সে জড়িয়ে আছে সমগ্র
আকাশ নিজের দেহে,
উঠে চলেছে যেন
অমত্র্য লোকে,
আমি
নিরুপায়, থামিয়ে রাখতে চাই তার অস্তিত্ব
নিজের বুকে, কিন্তু তার চাহিদা
অকল্পনীয়, সে এক মুক্ত
আকাশগঙ্গার মহা
আলোক ধারা,
প্রতি ক্ষণে
চাহে গভীর উদ্ভাসন, অফুরন্ত উপাসনা - - -
Oil Painting With Clouds by Marina Petro
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন