প্রতিপালক গাছ
আমি নিজেই জানি না, অনাহূত বট বীজ
কিংবা উড়ন্ত ভালবাসা করে গেছে
দখল মাংসপেশী, হৃত্পিণ্ড,
এমন কি মেরুদন্ড
পর্যন্ত, অঙ্গ
প্রত্যঙ্গ হতে মানসিক বৃত্তে তার একছত্র রাজত্ব !
করে গেছে প্রসারিত উন্মুক্ত ভাবে শাখা
প্রশাখা, অবরোহ মূলের মতো বুক
থেকে নেমে বিশাল কাণ্ড হতে
জমির পাষাণী ধরাতলে,
চুষে চলেছে যা ইচ্ছে
খনিজ দ্রব বা
প্রাণশক্তি,
দেখি দিন প্রতিদিন তার আবেগের বৃন্তে ফুটে
চলেছে শিশিরে ভেজা কিশলয়, এখন
আমি শ্বাসরোধের অভ্যস্ত, তার
আলিঙ্গনে জীবনের ঢেউ
যেন গতি পায়, স্বপ্নের
বেলা ভূমি খুঁজে
রয়, তন্দ্রিত
রাতে
অল্প ক্ষণের নিস্তব্ধ ঘুম, উন্মাদিত জাগরণ !
তখন পৃথিবী যেন একান্ত গুটিয়ে চলেছে
মায়াবী শামিয়ানা, আকাশের নীল
স্ফুরণ, নিঃশ্বাসের সমুদ্রে উঠে
রয়েছে নিশি পুষ্পের
বেলোর্মী, এমন
সময়ে
ব্যক্তিত্ব ভেসে যেতে চায় সুদুর রংধনুরঙ্গী
উন্মিলিত দিগন্তে - - -
ব্যক্তিত্ব ভেসে যেতে চায় সুদুর রংধনুরঙ্গী
উন্মিলিত দিগন্তে - - -
PAINTING BY - tairl - Sailor Twain
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন