দক্ষিনমুখী জানালার ঠিক কাছেই ছিল
মাটির পুতুল, কাচের খেলনা, দামী
আতরদানী, পুরাতন বইর পৃষ্ঠে
লুকানো গোলাপের কঙ্কাল !
মেঘ বাদল বিহীন
রাতে ভাঙলো
মনের জাদুঘর, বিক্ষিপ্ত প্রতিধ্বনি,
নিঃশব্দ আরশির ভাঙন, প্রদীপ্ত
শিখার আকস্মিক নিভে
যাওয়া, পরিচিত
পদধ্বনির
ক্রমশঃ শব্দহীনতা, রাতের সেই নিস্তব্ধতায়
তারক বৃন্দের যেন সামূহিক নিমজ্জন,
আলোর টুকরো, রাত করে চলেছে
সংগ্রহ, দিগন্তের আলনায়
সাজিয়ে রাখছে
জীবন কিছু
বিছিন্ন মুহূর্ত, চাঁদের বিলুপ্তির সঙ্গেই আঁধার
এখন মোহাবিষ্ট, যাযাবর প্রণয়ের
নীল আলো নিয়ে জোনাকিরা
উড়ে গেছে দূর অরণ্যে,
উষ্ণ নিঃশ্বাস খুঁজে
শিশিরের
ঠিকানা, আহত মন প্রাণ চায় এমন সময়ে
এক রাশ ভালবাসার সান্ত্বনা, বুকের
মাঝে লুকিয়ে রাখার প্রতিশ্রুতি,
স্মৃতির জানালা কে টেনে
বন্ধ করা, কম্পিত
অধরে নিয়ে
তৃষা অনেক কাছে আসা, এখানে জীবন চায়
মরুদ্বীপে পুনরায় হারিয়ে যেতে - -
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন