বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০১২

অপঠিত সংকেত লিপি

প্রতিবন্ধন কিছুই ছিল না, অনায়াসে তাই সে 
করে গেছে হস্তগত, জীবনের সেই মুক্ত 
ছন্দের কাঠামো তৈরী করতে 
গিয়ে তার আন্তরিক 
সৌন্দর্য্য গেছে 
হারিয়ে,
কতিপয় আদর্শের আবরণ ঢাকার সেই ব্যর্থ 
চেষ্টা, প্রেমের মূল স্বরূপ পরিশেষে হয় 
উঠেছে গোলকধাঁধা, আলোর 
যাত্রী গেছে হারিয়ে তামসী 
আলোড়নে, হৃদয়ের 
সেই মিলন 
বিন্দুর বাহ্য পরিধি ঘিরে এখন উদ্দীপ্ত অগ্নি 
শিখা, অদৃশ্য কিন্তু উদ্দাম জ্বলনশীল,
চোখের পরশে তার পিপাসার 
পরিপূর্ণতা, এই পরিভাষা 
এখন পুরাতন !
মান্ধাতার আমলের সেই মান্ত্রিক প্রণয়ের দিন 
উঠে গেছে বহু কাল আগে, উন্মুক্ত 
জীবন চায় স্বচ্ছন্দ ভালবাসা,
জৈবিক ভিত্তিক সমর্পণ, 
দর্শনের ছদ্ম ভাষায় 
লিপ্ত ভণ্ডামির 
জগত থেকে দূর সরে চলেছে তাদের পৃথিবী.

-- শান্তনু সান্যাল
Geometry_of _Love_paintings



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন