জোছনার উপরে হেঁটে যাওয়া -- দিগন্তে
ঝরে আসুক উদ্দাম জোছনার ঘোর, মহুয়া ফুলের
গন্ধে আরণ্যক দেহ, বিদীর্ণ হতে চায় মধু -
কোষ, কৃষ্ণসারের মোহাবিষ্ট ডাকে
সম্পূর্ণ বনস্থলী উপদ্রুত, চাঁদের
কাঁচা বয়সের বহির্গামী
আলোর উত্পাত,
অলিন্দের
চৌহদ্দি
ও নিশীথ রাত, তোমার খোলা চুলে দাঁড়িয়ে মন্ত্রমুগ্ধ ভাবে,
বসন্তের আকাশ তাকানো, মোহিনীময় অদৃশ্য জালের
বিস্তার, আদিমকালীন আবরণবিহীন যুগে ফিরে
যাওয়া, শিমুল তুলোর মত, কস্তুরীর উড়ে
উড়ে দেহের, গুপ্ত রন্ধ্রে অনুপ্রবেশ,
আবেগময় সরোবরে ছপাকের
শব্দ, শব্দভেদী বাণের
ছুটে আসা, মধুর
কি মর্মস্পর্শী
নিমজ্জন,
আস্তে আস্তে চাঁদের বিলীনতা, কম্পিত পৃথিবীর ক্ষনিক
স্থিরতা, ফাটলের মাঝে পরিজামিরা রঙ্গী জলের
উল্লম্ফন, অধর হতে অধরের সরে যাওয়া,
শেষ প্রহরে শিশির বিন্দুর টিপ টিপ
করে যুগ্ম পল্লবের গায়ে ঝরা !
ক্লান্ত বৃন্তের গর্ভে বন্য
কুসুমের কুঁড়ি
ছটপট
করে, চেয়ে আছে প্রথম কচি সূর্যের কিরণের উষ্মা - - -
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন